যুক্তরাষ্ট্রের ঋণদায় সংকট এশিয়ার অর্থনীতিকেও প্রভাবিত করছে - প্রফেসার মুস্তাফিজ ।

যুক্তরাষ্ট্রে দেশের ঋণদায় মাত্রা বৃদ্ধি এবং সেই সঙ্গে ব্যয় সংকোচন , আয় বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রধান দু’ই দল রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাট দলিয়দের মধ্যে লাগাতার যে অচলাবস্থা চলে আসছে , ভারত-বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলেও মূদ্রা বিনিময় হারে , অলংকারের বাজারে – মায় অর্থনীতিতেও তার প্রভাব দেখা দিচ্ছে বলে বিশ্লেষকেরা মত প্রকাশ করছেন – বিষয়টির ওপর কথা বলেছেন ঢাকার গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ cpd-র নির্বাহি পরিচালক প্রফেসার মুস্তাফিযুর রহমান।