ফাহমিদা আমিনের সাক্ষাত্কার

বাংলাদেশে বিডিআর বিদ্রোহের পাঁচ বছর পূর্ণ হলো। এই বিদ্রোহে ৫৭জন সেনা অফিসার নিহত হন। তাদেরই একজন ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল এনশাদ ইবনে আমিন। তার মা ফাহমিদা আমিন একজন লেখিকা, তিনি তার শহীদ সন্তানকে নিয়ে একটি স্মারক বই প্রকাশ করেছেন, ‘হৃদয়ে রক্তক্ষরণ’। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
আমাদের সঙ্গে টেলিফোনে এক সাক্ষাতকারে তিনি তার অনুভুতি ব্যক্ত করেন।
ফাহমিদা আমিনের সঙ্গে কথা বলেন রোকেয়া হায়দারinterview fahmida amin

Your browser doesn’t support HTML5

interview fahmida amin