দেবপ্রিয় ভট্রাচার্য্যের সাক্ষাত্কার

বাংলাদেশে হরতাল চলাকালে বোমাবাজি , ভাংচুরের অভিযোগে প্রধান বিরোধি দল বি এন পি’র উর্ধতন নেতাদের বিরূদ্ধে মামলা দেওয়া হয়েছে । ইতিমধ্যে বি এন পির তরফে বলা হয়েছে মামলা দিয়ে আন্দোলন থামানো যাবেনা । হরতাল দেশের অর্থনীতির , প্রবৃদ্ধি হারের কতোটা ক্ষতি করে , অর্থনীতির ওপর হরতালের কি প্রভাব পড়ে এসব নিয়ে আলোচনা করেন ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ গবেষনা সংস্থা সি পিডি’র জেষ্ঠ গবেষক distinguished fellow ডক্টর দেবপ্রিয় ভট্রাচার্য্য ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে ।