সিরিয়া বিষয়ে ভিয়েনায আন্তর্জাতিক বৈঠক শুরু

আজ বৃহস্পতিবার সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে ভিয়েনায় একটি আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রর পররাষ্ট্র মন্ত্রী জন কেরী এই বৈঠককে সেখানকার সাড়ে চার বছর ব্যাপী বিরতিহীন ভীতিকর পরিস্থিতর অবসান ঘটানোর সব চেয়ে প্রতিশ্রুতিশীল সুযোগ।

যুক্তরাষ্ট্র , রাশিয়া , সৌদি আরব এবং তুরস্ক আজ এই অনুনাষ্ঠনিক সংলাপে অংশ নেবে। আগামীকাল শুক্রবার , এই বৈঠকে ইরানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও যোগ দেবেন।

এই সংলাপে সিরীয় সরকার কিংবা সরকারকে উৎখাত করতে চায় যারা সেই সব গোষ্ঠির কেউই অন্তর্ভূক্ত নয়। তবে বুধবার কেরি এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন যে আলোচনাই হচ্ছে শেষ পর্যন্ত শান্তিতে পৌঁছুনোর সর্বোত্তম উপায়।

Carnegie Endowment for International Peace এ দেওয়া এক ভাষণে কেরি বলেন

সিরিয়ার ব্যাপারে অগ্রগতি সাধন সহজ হবে না এবং তা আপনা আপনি ও হবে না। তবে এটি হচ্ছে সব চেয়ে ভালো এক রাজনৈতিক সুযোগ। এই ভাষণের পর কেরি ভিয়েনায় রওয়ানা দেয়ার সময়ে বলেন সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র দ্বিমুখি প্রচেষ্টা চালাচ্ছে । তারই একটি হচ্ছে এই কুটনৈতিক প্রচেষ্টা । আর দ্বিতীয়টি হচ্ছে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন অভিযান আরও জোরালো করা।