মঙ্গল গ্রহে উড়ানের অপেক্ষায়, ক্ষুদ্রাকৃতির হেলিকপ্টার, "ইনজেনুইটি" 

নাসা, একবিংশ শতাব্দীর 'রাইট ব্রাদার্স 'র সেই মহিমান্ডিত উত্তর ক্যারোলিনায় 'কিটি হওক' উড়ানের স্মৃতি আবারো ফিরিয়ে আনবে, যখন সোমবার, তারা দুই মোটর বিশিষ্ট, সৌরচালিত হেলিকপ্টার,'ইনজেনুইটি'কে মঙ্গল গ্রহের পৃষ্ঠে ওড়াবার প্রচেষ্টা চালাবেI সবকিছু সঠিকভাবে চলা সাপেক্ষে, ৪ পাউন্ড ওজনের ক্ষুদ্রাকৃতির হেলিকপ্টারটি 'মার্শিয়ান' এলাকায় ধীরগতিতে ১০ ফুট উচ্চতায় পৌঁছিয়ে, ৩০ সেকেন্ড অবস্থান কোরে আবার, সতর্কতার সঙ্গে মঙ্গল পৃষ্ঠে চার পায়ে অবতরণ করবেI

"ইনজেনুইটি" প্রকল্পের ম্যানেজার, মিমি আউং বলেন, "আমাদের দলের সেই প্রত্যাশিত মুহূর্তটি একেবারেই সমাগত"I সোমবার "ইনজেনুইটি" তার উড়ান শুরু করবে, সকাল ৩টা ৩০ মিনিটে, তবে মিশন কন্ট্রোল তথা বিশ্বে উড়ান সম্পকিত তথ্য বা ছবি পৌঁছাবে সোমবার সকাল ৬টা ১৫ মিনিটেI