বুধবার ভারতের মন্ত্রিসভা অটোমোবাইল খাতের জন্য একটি প্রণোদনা পরিকল্পনা অনুমোদন করেছে যার লক্ষ্য হচ্ছে বৈদ্যুতিক এবং হাইড্রোজেন জ্বালানি চালিত যানবাহনের উৎপাদন বৃদ্ধি এবং ড্রোন তৈরি করাকে উত্সাহিত করা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের বলেন, সরকার পাঁচ বছরের মধ্যে মোটরগাড়ি কোম্পানি এবং ড্রোন প্রস্তুতকারকদের প্রায় ৩৫০ কোটি ডলার প্রণোদনা দেবে।
ঠাকুর বলেন, "প্রণোদনা প্রকল্পটি ভারতকে বিশ্বব্যাপী মোটরগাড়ি খাতে একজন অংশগ্রহণকারী হিসেবে সাহায্য করার জন্য করা হয়েছে।" তিনি আরও বলেন ‘এর ফলে স্থানীয় ভাবে মোটর গাড়ি তৈরিকে উত্সাহিত করা হবে।
প্রস্তাবটি এমন সময়ে দেয়া হয়েছে যখন মহামারির কারণে ভারতে বার্ষিক গাড়ি বিক্রয় এক দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।২০১৯ সালের অর্থনৈতিক মন্দার পর থেকে এই খাতের এমন পরিণতি। আর বৈদ্যুতিক গাড়ি তৈরিও হচ্ছে মোট গাড়ির ভগ্নাংশ মাত্র।
বেশ কয়েক বছর আগে, বছরে ৫০ লক্ষ গাড়ি বিক্রয়ের কারণে, ২০২০ সালের মধ্যে চীন এবং যুক্তরাষ্ট্রের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হবে বলে ধারণা করা হয়েছিল। তখন মনে করা হয়েছিল ৫০ লক্ষ গাড়ি বিক্রি করা যাবে। কিন্তু তার পরিবর্তে, মহামারী শুরু হওয়ার আগে থেকেই গাড়ির বিক্রি বছরে প্রায় ৩০ লক্ষে নেমে যায়।
জেনারেল মোটরস এবং হার্লে ডেভিডসনের পর ফোর্ড মোটর কোম্পানি গত সপ্তাহে ভারত থেকে সরে আসে।এতে ভারতের ২০০ কোটি ডলার লোকসান হয়েছে। যুক্তরাষ্ট্রের এই মোটরগাড়ি প্রস্তুতকারক জানিয়েছে যে তারা ভারতে গাড়ি তৈরি বন্ধ করবে এবং এই সিদ্ধান্তের কারণে আরও আরও ২০০ কোটি ডলারের লোকসান হবে।
সরকার এক বিবৃতিতে বলেছে যে প্রণোদনা পরিকল্পনাটি মোটরগাড়ি খাতে প্রায় ৫৮০ কোটি ডলারের নতুন বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।