ভারতের কৃষকদের দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ

ভারতীয় কৃষকেরা দেশব্যাপী কৃষি নীতির প্রতিবাদে উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার সোনিপাতে রেলওয়ে লাইন অবরোধ করেছেন, ২৭শে সেপ্টেম্বর, ২০২১, ছবি/ অনুশ্রী ফাদনাভি/রয়টার্স


ভারতে কৃষি সংস্কার আইনের বিরোধিতাকারী কৃষকেরা দেশব্যাপী বিক্ষোভ করেছে। তারা বলছে, এই আইন তাদের জীবিকা নির্বাহের জন্য হুমকিস্বরূপ।সংস্কার আইন চালু হবার এক বছর পর সোমবার আবার তারা দেশব্যাপী বিক্ষোভ করলোI

১০ মাস ধরে লক্ষ লক্ষ কৃষক নুতন দিল্লির আসে পাশে মহা সড়কে সংস্কারের বিরোধিতা করে ক্যাম্পে অবস্থান নিয়েছেনI তারা প্রধানমন্ত্রী মোদী সরকারের বিরুদ্ধে দীর্ঘকালীন প্রতিবাদ-বিক্ষোভে সংস্কারের প্রতি বিরোধিতা ব্যক্ত করেন I

রাকেশ টিকাইট নামের বর্ষীয়ান এক কৃষক নেতা রয়টার্স সংস্থাকে বলেন, দেশব্যাপী বনধ নিশ্চিত করতেহাজার হাজার কৃষক বিভিন্ন জেলায় অবস্থান নিয়েছেন I তাদের লক্ষ্য সরকারকে এই আইন বাতিল করার কথা মনে করিয়ে দেয়া, যে আইন বেসরকারি বৃহৎ সংস্থাগুলিকে সুবিধা দেবে I

নতুন দিল্লি সংলগ্ন উপ-শহর, নয়ডা'তে কৃষকরা পুলিশের মুখোমুখি হয় এবং তাদের বেরিকেড ভেঙে দেয়, তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত বা গ্রেফতারের খবর পাওয়া যায় নিI

একজন প্রতক্ষদর্শী রয়টার্সকে জানান, রাজধানী দিল্লির কাছে বিমান বন্দর সংলগ্ন অন্য একটি উপ-শহর গুরগাঁওতে কৃষকেরা রাস্তায় ভিড় জমান এবং ট্রাফিক চলাচলে বাধা দেন I তারা দিল্লির উত্তরাঞ্চলীয় উপকন্ঠে একটি রেল স্টেশনে হামলা চালানI

মোদী প্রশাসনের ওপর এসব আইন বাতিল করতে প্রায় ১ ডজন বিরোধী দল কৃষকদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন I

-গত বছরের সেপ্টেম্বরে প্রবর্তিত এই আইন,কৃষি খাতকে নিয়ন্ত্রণহীন করে এবং কৃষকদের উৎপাদিত সামগ্রী সরকার নিয়ন্ত্রিত পাইকারি বাজার মূল্যের বাইরে ক্রেতাদের কাছে বিক্রির সুযোগ দেয়,যেখানে কৃষকরা ন্যূনতম মূল্যের আশ্বাস পায়।

ক্ষুদ্র কৃষকেরা জানান, এসব সংস্কারের কারণে বড় ব্যবসায়ীদের সঙ্গে তাদের প্রতিযোগিতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এবং অবশেষে গম ও চালের মত বড় ধরণের শস্যের বেলায় তারা মূল্য হারাবেনI

সরকারের তরফ থেকে বলা হয়েছে সংস্কার মানে নুতন সুযোগ-সুবিধা এবং কৃষকদের জন্য উন্নত মূল্য নিশ্চিত করাI কৃষি কাজের ওপর ভারতের ১৩০ কোটি লোকের অর্ধেক নির্ভরশীল এবং ভারতের ২ লক্ষ ৭০ হাজার কোটি অর্থনীতির ১৫% কৃষিভিত্তিক I

কৃষক ইউনিয়ন জানায় তাদের বিক্ষোভের কারণে জরুরি সেবা বাধাগ্রস্ত হয়নিI

(রয়টার্স )