বিশ্বের প্রথম শক্তি শালী সেনাবাহিনীর মধ্যে জায়গা করে নিল ভারতীয় সেনাবাহিনী। পরমানু শক্তির সক্ষমতা বাদ দিয়েই এই সমীক্ষা রির্পোট প্রকাশ পেয়েছে। এই সমীক্ষা রির্পোট প্রকাশ করেছে আর্ন্তজাতিক সমীক্ষক সংস্থা ক্রেডিট সুসি। সংস্থার হিসেবে পর্যায় ক্রমে প্রথম পাঁচটি দেশ হল আমেরিকা রাশিয়া চীন জাপান ভারত। পরমানু অস্ত্র ভান্ডার কে এই তালিকায় রাখা হয়নি। বিশ্বের যে কোনো দেশ কে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতায় রয়েছে বলে এই সমীক্ষায় দাবী করা হয়েছে ।প্রকাশিত রির্পোটে বলা হয়েছে শক্তিশালী সেনাবাহিনীর নিরিখে আমেরিকার স্কোর 0.94 রাশিয়ার 0.80 চীনের 0.79 এবং ভারতের 0.61। ভারতের অনেক পরে দক্ষিণ কোরিয়া ইতালী কানাডা।
Your browser doesn’t support HTML5