শনিবার ভারতে নরেন্দ্র মোদী ঘোষণা করলেন 'গরিব কল্যাণ রোজগার অভিযান'

আজ শনিবার ভারতের ৬ রাজ্যের গ্রামীন শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, 'গরিব কল্যাণ রোজগার অভিযান'। এই প্রকল্পে কেন্দ্র খরচ করবে ৫০,০০০ কোটি টাকা। আজ বিহারের খাগাড়িয়া জেলার তেলিহার গ্রাম থেকে ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে ওই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। অনুষ্ঠানে ছিলেন দেশের আরও ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত গরিব কল্যাণ রোজগার অভিযানে জানা যাচ্ছে দেশের ৬ রাজ্যের ১১৬ জেলার শ্রমিকদের সাহায্য করা হবে ওই প্রকল্পের মাধ্যমে। কাজ পাওয়া যাবে ১২৫ দিনর।দেশের মধ্যে যে ৬টি রাজ্য এই গরিব কল্যাণ প্রকল্পের আওতায় আসছে সেই রাজ্য গুলি হল বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট