লকডাউনের দ্বিতীয় দিনে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্‌ধের চেহারা

চলতি সপ্তাহে লকডাউনের দ্বিতীয় দিনেও পুলিশের কড়া নজরদারিতে সুনসান কলকাতার রাস্তাঘাট। ভিড় উধাও। যেন বন্‌ধের চেহারা কলকাতা থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। চলতি সপ্তাহের গত বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনেও একই ছবি ধরা পড়েছিল। কিন্তু মাঝের এক দিন, শুক্রবার বাজার-রাস্তায় ফের মানুষের ভিড় উপচে পড়েছিল। শিকেয় উঠেছিল দূরত্ববিধি।

আজ শনিবার সকাল থেকে রাজ্যে শুরু হয় আবার ফিরল কড়া লকডাউন। পুলিশের কঠোর নজরদারিতে চলে লকডাউন। নিয়ম না মানলে চলে ধরপাকড়ও। অপ্রয়োজনে যাঁরা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, তাদের আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় গাড়ি-বাইক। প্রয়োজনে আইনি পদক্ষেপও নেয় পুলিশ।

কলকাতার বেহালা থেকে বেলেঘাটা, ফুলবাগান থেকে খিদিরপুর, সল্টলেক, উল্টোডাঙা, গড়িয়াহাট, টালিগঞ্জ-সহ মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় চলছে নাকা তল্লাশি। পুলিশি নজরদারির কড়াকড়ির সেই একই চিত্র ছিল গোটা রাজ্যজুড়ে করোনার মোকাবিলায় আজকের লকডাউনে।

Your browser doesn’t support HTML5

লকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট