পশ্চিমবঙ্গের বাঙালিরাও কি বিজেপিকে চাইবেন?

গোটা ভারতে বাম শাসন অবশিষ্ট কেবল কেরলে । ঠিক যে ভাবে ৩৪ বছরের শাসনের পরেও ২০১১-য় পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে-মুছে গিয়েছিল সিপিএম, ঠিক তেমন করেই ২৫ বছরের শাসনের পরে ত্রিপুরা থেকে দলের অস্তিত্ব মুছে যাওয়ার মুখে। কিন্তু ত্রিপুরার ফলাফলের পরে দলের মধ্যে নতুন করে রাজনৈতিক কৌশল নিয়ে বিতর্ক সামনে এল। প্রাক্তন সম্পাদক প্রকাশ কারাট কংগ্রেসের সঙ্গে আঁতাতের বিরোধী। বর্তমান সম্পাদক সীতারাম ইয়েচুরি জোটের পক্ষে। কিন্তু দলে তিনি সংখ্যালঘু। কেউ যে একা বিজেপির মোকাবিলা করতে পারবে না, তা ফের স্পষ্ট হল ত্রিপুরায়। এ কি তবে কারাট লাইনের বদলের সঙ্কেত? এই প্রথম বাঙালি-প্রধান এক রাজ্য বিজেপিকে গ্রহণ করল ত্রিপুরায়। তাতে আনন্দিত বিজেপি ভাবছে, এ বার পশ্চিমবঙ্গের বাঙালিও হয়তো বিজেপিকে চাইবেন।তবে রাজ্যের প্রায় ৩০% মুসলিম ভোটার কি বিজেপিকে চাইবেন?

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট