বানিজ্য সহায়ক পরিবেশ তৈরীর ক্ষেত্রে বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে ভারতের স্থান উঠে আসায় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এদেশকে বিনিয়োগকারীদের কাছে আরো আকর্ষনীয় করে তোলার চেষ্টা হচ্ছে। বিশ্বব্যাংক ওই তালিকা তৈরীর সময় যে বিষয় গুলিতে গুরুত্ব দেয় তা হল- মূলধনের নুন্যতম পরিমানের ক্ষেত্রে বিধিনিষেধের বিলোপ সাধন, নতুন ব্যাবসা শুরু করার ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার সরলীকরন, কর জমা দেওয়ার ক্ষেত্র অনলাইন ব্যাবস্থাপনা এবং বিদ্যুত সংযোগের সহজলভ্যতা। ১৮৯ টি দেশের ওই তালিকায় ভারতের স্থান ১২ ধাপ উঠে ১৩০ হয়েছে। বিশ্বব্যাংকের এই প্রতিবেদন মেক ইন্ডিয়া কর্মসূচীর স্বীকৃতি বলে মনে করা হচ্ছে।
Your browser doesn’t support HTML5