সিপিএম কর্মীদের উপর তৃণমূলের হামলা

ভোট প্রচারে বেরোনোয় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ তুলল সিপিএম। দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ।

ভোট প্রচারে বেরোনোয় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ তুলল সিপিএম। দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের মধ্যে ৮ জন সিপিএম কর্মী এবং ১ জন তৃণমূল কর্মী রয়েছেন বলে দাবি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ১৫ নং ওয়ার্ডের শেখালিপাড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।সিপিএমের অভিযোগ, রাতে এলাকার কয়েকজন সিপিএম কর্মী ভোট প্রচারে বেরিয়েছিলেন। শেখলিপাড়ায় তাঁরা পৌঁছলে ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আশরাফুল বিশ্বাসের নেতৃত্বে এক দল তৃণমূল সমর্থক তাঁদের পথ আটকে দাঁড়ায় বলে অভিযোগ। তারপরই তাঁদের উপর হামলা চালানো হয় বলে দাবি সিপিএম কর্মী-সমর্থকদের।এই ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন, “ডোমকলে সিপিএম পুরনো চেহারায় ফিরে এসেছে। তাই ওরা এলাকায় সন্ত্রাস তৈরি করছে। সেই জন্যই আমাদের কর্মীদের উপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালিয়েছে।