যুক্তরাষ্ট্রের ছাত্র ভিসা-নীতি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে ভারত

যুক্তরাষ্ট্রের ছাত্র ভিসা-নীতি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে ভারত। গতকাল ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ডেভিড হালের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিকতম ছাত্র ভিসা-নীতির ফলে সে দেশে পাঠরত ভারতীয় ছাত্রদের চূড়ান্ত দুর্ভোগ নিয়ে কথা বলেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস দপ্তর সাম্প্রতিকতম নির্দেশে বলেছে, আমেরিকায় যেসব বিদেশি ছাত্র পুরোপুরি অনলাইন পড়াশোনা করছেন তাঁদের অবিলম্বে হয় একটি বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত কিছুসংখ্যক ক্লাস সশরীরে উপস্থিত থেকে করতে হবে, অথবা দেশে ফিরে যেতে হবে। এর অন্যথা হলে সরকারই তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর শ্রেণী ও ডক্টরেট ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে পড়াশোনার জন্য যে ছাত্র ভিসা দেওয়া হয় তাকে বলে এফ ওয়ান ভিসা। এবারে এই ভিসার ওপরে যুক্তরাষ্ট্র সরকারের কোপ পড়েছে এবং ভারতের জন্য সেটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি ছাত্র পড়াশোনা করে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা ভারতীয় ছাত্রদের‌, চীনা ছাত্রদের পরেই। সব বিশ্ববিদ্যালয় মিলিয়ে ভারতের মোট ছাত্রসংখ্যা দুই লক্ষ। এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে ওই সরকারি নির্দেশে। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এমনিতেই করোনা ভাইরাসের কারণে ঘরে আটকে থাকতে হচ্ছে বলে প্রবাসী ছাত্র-ছাত্রীরা একটা মনোকষ্টে ভুগছে, বিষন্নতার শিকার হয়ে পড়েছে। তার ওপরে যদি পড়াশোনা বন্ধ করে তাদের দেশে ফিরে যেতে হয় তা হলে সেটা হবে মরার উপর খাঁড়ার ঘা। ভারতের এই অনুরোধের উত্তরে যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিশ্চয়ই তারা এই বিষয়ে নতুন করে চিন্তা-ভাবনা করবে। ইতিমধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র সরকারের এই নির্দেশকে এড়িয়ে ছাত্রদের স্বার্থ কী ভাবে রক্ষা করা যায় তার চেষ্টা চালাচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রদের জানিয়েছে, অন্তত কিছু ক্লাস যাতে তাঁরা উপস্থিত থেকে করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এরকম করা হলে অন্তত আইন বাঁচিয়ে চলা যাবে এবং ছাত্রদের এখনই দেশে ফিরতে হবে না। বিশ্ববিদ্যালয়গুলো সরকারকে আরও বলেছে, বিদেশি ছাত্র-ছাত্রীরা যুক্তরাষ্ট্রে যে টিউশন ফি দেয় তার অংক নেহাত কম নয়। সেগুলোর উপর বিশ্ববিদ্যালয়ের বাজেট অনেকটাই নির্ভর করে। ছাত্র-ছাত্রীদের দেশে ফেরত পাঠিয়ে দিলে সেই আয়ের উৎস বন্ধ হয়ে যাবে‌। ভারত এখনও ঠিক বুঝতে পারছে না, যুক্তরাষ্ট্র সরকার কেন হঠাৎ বিদেশি ছাত্রদের দেশে ফেরত পাঠানোর জন্য উদগ্রীব হয়ে উঠেছে।

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের ছাত্র ভিসা-নীতি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে ভারত