ভারতে আনলক ৩ প্রক্রিয়ায় সিনেমা হলগুলোকে ছাড় দেওয়া হতে পারে

ভারতের আসন্ন আনলক ৩ প্রক্রিয়ায় সিনেমা হলগুলোকে ছাড় দেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। আগামী ৩১শে জুলাই আনলক ২ প্রক্রিয়া শেষে পরের দিন ১লা অগাস্ট থেকে আনলক ৩ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এই সময় বহু বাণিজ্য প্রতিষ্ঠান ও শিল্পমহল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে আর্জি জানিয়েছে জীবন ও জীবিকার স্বার্থে আনলক ১ বা ২-এ যেমন আস্তে আস্তে করে কিছু কিছু জিনিস ছাড় দেওয়া হয়েছে, ঠিক তেমন আনলক ৩-এ এবার ছাড় দেওয়া হোক সিনেমাহলগুলোকে। এ ছাড়া হোটেলের ভেতরে যে সব রেস্তোরাঁ রয়েছে, অথবা ক্লাব, জিম এবং সুইমিংপুলে এখনও যে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে সেগুলো তুলে দেওয়ারও আর্জি জানিয়েছে কোনও কোনও মহল। যেমন আর্জি এসেছে মেট্রো আর লোকাল ট্রেন চালু করার ব্যাপারেও। তবে এখন পর্যন্ত খবর, মেট্রো বা লোকাল ট্রেন কবে চালু হবে বলা যাচ্ছে না। স্কুল কলেজ খোলার ব্যাপারে এখনও অভিভাবকদের আপত্তি রয়েছে, তাই সেদিকেও এখনই ভাবনা চিন্তা হচ্ছে না। ক্লাব সুইমিং পুল বা জিমন্যাশিয়াম খোলার ব্যাপারেও কোনও আশ্বাস পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, এবার সিনেমা হলগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা এড়াতে যা যা কিছু করা প্রয়োজন সব কিছু ব্যবস্থা নিয়ে খোলা যেতে পারে। বলিউড ও পশ্চিমবঙ্গের টলিউড বারবার করে সিনেমা হল খোলার আবেদন জানাচ্ছে। কারণ লকডাউনের জন্য সিনেমা শিল্পের ক্ষতি আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। এখন ৫০% আসন নিয়ে এবং অন্যান্য সব বিধি মেনে নিয়ে সিনেমা হল খোলা যায় কিনা তার চেষ্টা চলছে। ইতিমধ্যে বেশকিছু সিনেমা হলে ছোঁয়াছুঁয়ি বাঁচিয়ে হলের ভেতরে ঢোকার এবং সিনেমা দেখার ব্যবস্থা করা হয়েছে। যেমন নগদ টাকা দিয়ে টিকিট কেনা হবে না, টিকিট কাগজে দেওয়া হবে না, ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা গায়ে হাত দিয়ে পরীক্ষা করবেন না। সব জায়গায় সেন্সর বসানো থাকবে তাতেই যা পরীক্ষা করার হয়ে যাবে, এমনকি জ্বর বা অন্য কোনও উপসর্গ আছে কিনা তাও সেন্সরের মাধ্যমে বোঝা যাবে। বাথরুমে জলের কলে সেন্সর বসানো থাকবে। শিগগিরই সরকার আনলক ৩-এর নিয়ম-কানুন ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে। তার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

Your browser doesn’t support HTML5

আনলক ৩ প্রক্রিয়ায় সিনেমা হলগুলোকে ছাড় দেওয়া হতে পারে