ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর ওপর গতকালের জঙ্গি হামলার পরে সারা দেশ একজোট হয়ে এর উপযুক্ত জবাব চাইছে। জঙ্গি হানায় গুরুতর আহত আরও জওয়ানের মৃত্যু হওয়াতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ঊণপঞ্চাশ। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জঙ্গিরা খুব ভুল করেছে। এর জন্য তাদের কঠিন মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব এই ঘটনায় জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের নিন্দা করছে। পাকিস্তানকে একঘরে করার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের তীব্র নিন্দা করেছে। হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিতে সরাসরি পাকিস্তানের নাম করে বলা হয়েছে, অবিলম্বে প্রতিবেশী দেশের ওপর সন্ত্রাসী হামলা বন্ধ না করলে ফল খারাপ হবে। চিন কোনও প্রতিক্রিয়া জানায়নি। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ কেন্দ্রীয় নিরাপত্তা বৈঠক থেকে বেরিয়েই ঘোষণা করেন, বাণিজ্য ক্ষেত্রে ভারত মোস্ট ফেবার্ড নেশন হিসেবে পাকিস্তানকে যে সুবিধা দেয় তা প্রত্যাহার করা হলো। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ একটি সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, দেশের এই কঠিন সময়ে তাঁর দল সর্ব শক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াচ্ছে। ভারতের নিরাপত্তা রক্ষায় তাঁর সরকার যে ব্যবস্থা নেবে কংগ্রেস তাকে পূর্ণ সমর্থন করবে।
দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Your browser doesn’t support HTML5