ভারতের সূপ্রিম কোর্ট , ধর্ষন ও পরিণতিতে ধর্ষিতার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পাঁচ ব্যক্তির বিচার স্থানান্তরিত করার আপিল খারিজ করে দিয়েছে

ভারতের সূপ্রিম কোর্ট , ২৩ বছর বয়সি এক ছাত্রির ধর্ষন ও পরিণতিতে তাঁর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পাঁচ ব্যক্তির বিচার পর্ব অন্য কোনো খানের আদালতে স্থানান্তরিত করার অনুরোধ খারিজ করে দিয়েছে । মঙ্গলবার নতুন দিল্লিতে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত প্যানেল বলেছেন – বিচার পর্ব অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন এখন আর বৈধ গন্য করা যাচ্ছেনা এ কারণে যে , ঐ আবেদনের দরখাস্তকারি আইনজিবী ঐ আসামিদের একজনের ওকালতি এখন আর করছেন না । আপীলের যুক্তি প্রমানে বলা হয়েছিলো ভারতের রাজধানীতে বিচার পর্ব অনুষ্ঠিত হলে আসামীরা হয়তো সূবিচার পাবে না ।
ইতিমধ্যে বিশেষ দ্রূত নিস্পত্তির বিচার পর্বে সোমবার ঐ আসামীদেরকে বিচার-পূর্ব এজলাশে নিয়ে হাজির করা হয়েছিলো । সোমবারেই বিশেষ একটি প্যানেল তাঁদের রায়ে বলেছেন – অন্যতম আসামি কিশোর বয়সি একজনের বিচার হবে অপ্রাপ্তবয়স্ক আসামী হিসেবে এবং দোষি সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের মেয়াদে তাকে একটি সংশোধন কেন্দ্রে পাঠিয়ে তার সাজা হতে পারে ।