ভারতে এক মহিলা যিনি এ মাসে নতুন দিল্লিতে, গনধর্ষণ ও নির্মম মারধোরের শিকার হন তাকে আরও চিকিৎসার জন্য সিঙ্গাপোরে নিয়ে যাওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নারীর নিরাপত্তার বিষয়ে মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারতের যে হাসপাতালে ওই তরুনীর চিকিৎসা হয় সেই হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট বি ডি আথানী বলেন তার তিন বার অস্ত্রপচার হয় কিন্তু এখনও তিনি গুরুতরো অবস্থায় আছেন।
তিনি বলেন চিকিৎসকদের পরামর্শে ভারত সরকার বিমান অ্যামবুলেন্সে করে একটি সুপরিচিত হাসপাতালে তাকে নিয়ে যাওয়র ব্যবস্থা করে। যাতে তিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ পান। হয়ত চিকিৎসার জন্য অনেক দিন লাগবে।
সিংগাপোরের মাউন্ট এলজাবেথ হাসপাতাল থেকে বলা হয় ২৩ বছর বয়সী তরুনী বৃহস্পতিবার খুব ভোরে সেখানে পৌছোন অত্যন্ত গুরুতরো অবস্থায়।
ভারতের যে হাসপাতালে ওই তরুনীর চিকিৎসা হয় সেই হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট বি ডি আথানী বলেন তার তিন বার অস্ত্রপচার হয় কিন্তু এখনও তিনি গুরুতরো অবস্থায় আছেন।
তিনি বলেন চিকিৎসকদের পরামর্শে ভারত সরকার বিমান অ্যামবুলেন্সে করে একটি সুপরিচিত হাসপাতালে তাকে নিয়ে যাওয়র ব্যবস্থা করে। যাতে তিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ পান। হয়ত চিকিৎসার জন্য অনেক দিন লাগবে।
সিংগাপোরের মাউন্ট এলজাবেথ হাসপাতাল থেকে বলা হয় ২৩ বছর বয়সী তরুনী বৃহস্পতিবার খুব ভোরে সেখানে পৌছোন অত্যন্ত গুরুতরো অবস্থায়।