মহিলাদের সমান সুযোগ সুবিধা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে সম্মান জানাতেই হবে। সমাজে তাদের সুরক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার মতো পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সম্মিলিত দায়িত্ব রয়েছে দেশের। আর্ন্তজাতিক নারী দিবসের প্রসঙ্গে একথা বলেছেন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়।
দেশ গড়ার কাজে মহিলাদের দীর্ঘদিনের অবদানকে কুর্নিশ জানিয়ে বার্তা দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, "আমাদের দেশে মহিলাদের চিরদিন সর্ব্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। তাদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়াটা সামগ্রিক ভাবে আমাদের সমাজের পবিত্র কর্তব্য। তাদের জন্য সমান সুযোগ-সুবিধা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে সম্মান জানাতেই হবে আমাদের।"
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5