দূর্নীতি বিরোধী পার্টী আম আদমী ভারতের রাজধানী নতুন দিল্লির বিধান সভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে ধরাশায়ি করে জয়ি হয়েছে বিপুল সংখ্যাধিক্য ভোটে।
নির্বাচন কমিশন সূত্রে বলা হয়- আম আদমী পার্টী নতুন দিল্লির ৭০ আসন বিধান সভার নির্বাচনে ইতিমধ্যেই ৫৬ আসনে জিতে গিয়েছে এবং আরো এগারো আসনে এগিয়ে রয়েছে।নরেন্দ্র মোদীর দল জিতেছে মাত্রই তিন আসনে।
নরেন্দ্র মোদি ইতিমধ্যেই আম আদমি পার্টীর আরভিন্দ কেজরিওয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলে তাঁকে কেন্দ্রীয় সরকারের তরফের সর্বতো সমর্থনের আশ্বাস দিয়েছেন। আরভিন্দ কেজরিওয়াল নতুন দিল্লির মুখ্যমন্ত্রী হবেন।