ভারতে মেঘালয়ের খনিতে আটকে পড়া ১৩ শ্রমিকের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে

দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের খনিতে আটকে পড়া ১৩ শ্রমিকের এখনও খোঁজ মেলেনি, চলছে উদ্ধারকাজ ।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুরঙ্গে প্রায় ৭০ ফুট গভীর পর্যন্ত জলে পরিপূর্ণ। পাম্প চালিয়ে জল বার করার চেষ্টা করা হচ্ছে। জলের ভিতরে তল্লাশি চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রসঙ্গত বলা যেতে পারে ঘটনার দু’দিন পরেও মেঘালয়ের খনি থেকে উদ্ধার করা যায়নি আটকে পড়া ১৩ জন শ্রমিককে। এখনও উদ্ধারকাজ অব্যাহত। কমপক্ষে শ’খানেক উদ্ধারকারী প্রায় ৩২০ ফুট গভীর খাদের নীচে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।

পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অভিযোগে মেঘালয়ের বেশ কয়েকটি কয়লা খনিকে ২০১৪ সালে নিষিদ্ধ ঘোষণা করে জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল)। পূর্ব জয়ন্তীয়া পর্বতের কোলে এই কয়লা খনিতে এর পরেও অবাধে বেআইনিভাবে খননকার্য চলছিল বলে অভিযোগ। পুলিস প্রশাসন জানিয়েছে, গত সপ্তাহে নতুন করে খননকার্য শুরু হয়। গত বৃহস্পতিবার এই খনির বেআইনিভাবে তৈরি সুরঙ্গে ১৩ জন শ্রমিক ঢোকেন। জানা যায়, আটকে থাকা শ্রমিকদের মধ্যে ৩ জন মেঘালয়ের লুম্বথারির এবং বাকি ১০ জন পশ্চিম গারো পর্বত ও অসমের বাসিন্দা। নদীর জল হঠাৎ সুরঙ্গে ভিতর ঢুকে পড়ার পরই খোঁজ মেলেনি তাঁদের।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট