মুসলিমরা রাম মন্দিরের বিরোধী নয়: ইকবাল আনসারি

মুসলিমরা রাম মন্দিরের বিরোধী নয়।এই বার্তা দিতেই তিনি রাম জন্মভূমিতে মন্দিরের ভূমিপুজোয় গিয়েছিলেন। এমনই মন্তব্য করেছেন অযোধ্যা জমি বিবাদের অন্যতম মামলাকারী ইকবাল আনসারি। উল্লেখ করা যেতে পারে, অযোধ্যায় রাম মন্দিরের 'ভূমি পূজনে'র প্রথম আমন্ত্রণ পত্রটি পেয়েছিলেন আনসারি।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আনসারি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর তাঁদের দায়িত্ব সেই রায় গ্রহণ করা।সংখ্যাগরিষ্ঠ হিন্দুই সহিষ্ণু বলেও মন্তব্য আনসারির।আনসারি বলেছেন, 'রাম তাঁদের বিশ্বাস এবং আমরা তাঁদের এই আস্থাকে শ্রদ্ধা করি। মন্দির হওয়ার পর দুই সম্প্রদায়ের মধ্যে কোনও সংঘাত থাকবে না'।এর আগে ভূমি পূজনের নিমন্ত্রণ গ্রহণ করে আনসারি বলেছিলেন যে, 'মন্দির তৈরি হওয়ার পর অযোধ্যার ভাগ্য বদলে যাবে। তিনি বলেন, অযোধ্যা আরও সুন্দর হয়ে উঠবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ বাড়বে'।মুসলিমদের একাংশ অবশ্য মন্দির নির্মাণে খুশি নয়। অযোধ্যায় ভূমি পুজোর পর এআইপিএমএলবি-র ট্যুইট করে সুপ্রিম কোর্টের রায়কে 'অন্যায়, দমনমূলক, লজ্জাজনক ও সংখ্যাগুরু তোষণ' বলে খারিজ করেছে। তুরস্কের হাগিয়া সোফিয়ার দৃষ্টান্ত উল্লেখ করে এআইপিএমএলবি বলেছে, এ ক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, পরিস্থিতি চিরদিন এমন থাকবে না।এআইপিএমএলবি-র এই ট্যুইটের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতারা সহ নেটিজেনদের একাংশ।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট