ভারতীয়দের ফোনে যে আড়িপাতা হচ্ছে তা আগে থেকেই জানত কেন্দ্র! সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই বিষয়টি ভারত সরকারকে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। এমনটাই তারা দাবি করেছে। জানানো হয়েছিল ইজরায়েলে তৈরি স্পাইওয়ার পেগাসাস-এর মাধ্যমে ভারতের ১২১ জনের ফোনে আড়িপাতা হচ্ছে। গোটা বিষয়টি সম্প্রতি ফাঁস করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক বলে খবর।
এদিকে, গত বৃহস্পতিবারই হোয়াটসঅ্যাপের কাছে গোটা বিষয়টির ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত বলা যেতে পারে স্পাইওয়ার পেগাসাসের মাধ্যমে সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মী-সহ মোট ১২১ জনের ফোনে আড়িপাতা হচ্ছিল। তবে বিষয়টি ওইসব গ্রাহকদের জানানো হয়েছিল বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ।ভারতীয়দের ফোনে যে আড়িপাতা হচ্ছে তা আগে থেকেই জানত কেন্দ্রীয় সরকার! সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই বিষয়টি ভারত সরকারকে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। এমনটাই তারা দাবি করেছে। জানানো হয়েছিল ইজরায়েলে তৈরি স্পাইওয়ার পেগাসাস-এর মাধ্যমে ভারতের ১২১ জনের ফোনে আড়িপাতা হচ্ছে। গোটা বিষয়টি সম্প্রতি ফাঁস করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক।ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন সমাজকর্মীরা। এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সংবাদমাধ্যমে বলেছেন, হোয়াট্সঅ্যাপে ভারতীয়দের ওপরে নজর রাখার বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন। বিষয়টি হোয়াটসঅ্যাপকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তথ্য সুরক্ষায় তারা কী করছে তাও জানতে চাওয়া হয়েছে। দেশের মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন তিনি ।
Your browser doesn’t support HTML5