স্থগিত করে দেওয়া হল উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার শুনানি

একজন বিচারপতি না থাকতে পারার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার শুনানি।

ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি। আগামীকাল ২৯শে জানুয়ারি মঙ্গলবার শুনানি হওয়ার কথা থাকলেও, সেদিন থাকতে পারছেন না পাঁচ সদস্যর বেঞ্চের একজন বিচারপতি। ফলে নির্ধারিত দিনে শুনানি হচ্ছে না। কবে শুনানি হবে, সেটা এখনও জানা যায়নি। প্রসঙ্গত বলা যেতে পারে এর আগেও একাধিকবার পিছিয়ে যায় অযোধ্যা মামলার শুনানি। এই মামলার শুনানির ব্যাপারে নতুন করে পাঁচ সদস্যের বেঞ্চ গঠনও করে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই বেঞ্চে তিনি নিজে ছাড়াও আছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এস এ বোড়দে। এনাদের মধ্যেই বিচারপতি এস এ বোড়দে আগামীকাল মঙ্গলবার শুনানির সময় থাকতে পারবেন না। ফলে স্থগিত করে দেওয়া হল এই মামলার শুনানি

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট