শুরু হয়েছিল বিতর্কিত মানচিত্র দিয়ে। নয়াদিল্লির তীব্র প্রতিবাদ সত্ত্বেও তিনটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করেছিল কাঠমাণ্ডু। তারপর থেকে ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে তারা। ইতিমধ্যে বেশ কয়েকবার বিহার সীমান্তে ভারতীয় নাগরিকদের উপর গুলিও চালিয়েছে নেপালের পুলিশ। এর জেরে একজনের মৃত্যুও হয়েছে। এবার সেই বিহার সীমান্তের কাছে থাকা বিতর্কিত জমিতে হেলিপ্যাড বানানোর চেষ্টা করছে নেপাল। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ভারতের তরফে। এই ধরনের কাজ মেনে নেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।বিহারের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প (VTR) -এর কাছে থাকা ভারত-নেপাল সীমান্তের বিতর্কিত জমিতে গত ৪ আগস্ট থেকে হেলিপ্যাড তৈরি করছে নেপাল। সীমান্তে দ্রুত অস্ত্র পৌঁছনোর জন্যই কাঠমাণ্ডু এই পদক্ষেপ নিয়েছে বলে খবর।
Your browser doesn’t support HTML5