আজ শুক্রবার পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। এর আগে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে জেলার থেকে ছাত্রছাত্রীরা বেশি ভালো ফল করেছেন। এবারে কিন্তু ফলের দিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদের সভানেত্রী মহুয়া দাস আজ বিকেলে সাংবাদিক সম্মেলন করে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ ক্লাসের পরীক্ষার ফলাফল জানান। তিনি বলেন, পুরোটা আজকেই অনলাইনে দেখতে পাওয়া যাবে। কী ভাবে কোথায় দেখতে পাওয়া যাবে সেটাও তিনি বলে দিয়েছেন। কিছু টিভি সংবাদ চ্যানেলেও ফল দেখানো হয়েছে। এবারে পাশের হার বেশ কিছু বছরের মধ্যে সবচেয়ে বেশি ৯১%, তার অর্ধেকটাই প্রথম ডিভিশনে পাশ করেছে। প্রত্যেকটি বোর্ডের পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষাও এবারে করোনা ভাইরাস সংক্রমণের জন্য বিঘ্নিত হয়েছে। উচ্চ মাধ্যমিকের শেষের তিনটি পরীক্ষা হয়নি। সেই পত্রগুলোর জন্য পুরনো পরীক্ষা এবং ছাত্র-ছাত্রীদের ক্লাস পরীক্ষার উপর নির্ভর করে নম্বর দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন যে ছাত্র-ছাত্রীদের পাশ করার পর নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে পয়লা অগস্ট থেকে চোদ্দই অগস্টের মধ্যে, আর তার বাইরের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ১৬ই অগস্ট থেকে ৩১শে অগস্ট পর্যন্ত সময় দেওয়া হবে।
Your browser doesn’t support HTML5