ফাঁসির শাস্তি বিলোপ করার সুপারিশ করল ভারতের জাতীয় আইন কমিশন

একমাত্র সন্ত্রাসবাদীদের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি বহাল রেখে খুন সহ অন্য অপরাধে ফাঁসির শাস্তি বিলোপ করার সুপারিশ করল জাতীয় আইন কমিশন। এই সুপারিশ দ্রুত কার্যকর করার সুপারিশ করেছেন তারা। এঁদের দাবী যাবজ্জীবন কারাদন্ডই একমাত্র সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কেননা ফাঁসির শাস্তি দেওয়া সত্বেও অপরাধ কোনো অংশে কম হয় না। কমিশন সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ফাঁসি রাখার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করার অপরাধে কারও শাস্তি হলে তাকে মৃত্যুদন্ড দেওয়া যেতে পারে।তবে ফাঁসি দেওয়ার জন্য বিরলতম অপরাধ বলে চিহ্নিত করার বিপক্ষে কমিশন।

Your browser doesn’t support HTML5

ফাঁসির শাস্তি বিলোপ করার সুপারিশ করল ভারতের জাতীয় আইন কমিশন