ছিটমহলবাসীকে ভোটাধিকার দেবার উদ্যোগ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন

বাংলাদেশ থেকে ছিটমহল, রাজ্যে অন্তর্ভুক্তির পর সেখানকার বাসিন্দাদের এবছর পশ্চিমবঙ্গ বিধান সভার নির্বাচনে ভোটাধিকার দেওয়ার বিষয়ে উদ্যোগী হল ভারতের নির্বাচন কমিশন।

কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে নির্দিষ্ট কিছু জায়গার আসন পুনর্বিন্যাসের জন্য অনুরোধ করা হয়েছে। জানা গেছে সম্প্রতি কমিশনের সঙ্গে কেন্দ্রীয় আইন মন্ত্রকের এক বৈঠকে কমিশনের পক্ষ থেকে জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করার কথাও বলা হয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পরে যে সমস্ত মানুষ ভারতে এসেছেন তারা যাতে আসন্ন পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনে ভোট দিতে পারেন তাদের কথা উল্লেখ করেই কমিশন এই অনুরোধ করেছে বলেই কমিশন সূত্রের খবর।

কেন্দ্রকে এই ব্যবস্থা তাড়াতাড়ি গ্রহন করতে হবে নতুবা ছিটমহলের বাসিন্দাদের নাম বিধান সভা নির্বাচনের আগে তোলা যাবেনা বলেও কমিশন কেন্দ্রকে জানিয়েছে। কেন্দ্র এক্ষেত্রে অর্ডিন্যান্সের রাস্তাও অবলম্বন করতে পারে বলে জানিয়েছে কমিশন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

ছিটমহলবাসীকে ভোটাধিকার দেবার উদ্যোগ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন