ভারতের নির্বাচন প্রসঙ্গ

Indian election officials seal an electronic voting machine after the closing of a polling center in Kunwarpur village, Uttar Pradesh state, India, May 12, 2014.

বিশ্বের বৃহত্তম গনতান্ত্রিক দেশ ভারতে নির্বাচন শেষ হয়েছে – শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে বিজেপি নেতা নরেন্দ্র মোদি হবেন ভারতের নতুন প্রধানমন্ত্রী। এই নির্বাচন, মুসলিম ভোটারদের ভুমিকা, বাংলাদেশ ভারতের মধ্যে ভবিষ্যত সম্পর্ক – এসব বিষয় নিয়ে রোকেয়া হায়দার কথা বলেছেন ঢাকায় প্রাক্তন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং কলকাতায় হিন্দু পত্রিকার প্রাক্তন ব্যুরো চীফ বরুন দাশগুপ্তর সঙ্গে।

Your browser doesn’t support HTML5

রোকেয়া হায়দারের রিপোর্ট



পশ্চিমবঙ্গে আজও ৫টি বুথে পুনরনির্বাচন হলো। কড়া নিরাপত্তার মাঝে পুনরনির্বাচন সম্পন্ন হলো।
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায় তার রিপোর্টে।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট


ভারতে শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গননা শুরু। ফলাফল জানা যাবে বিকেলে।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট