আর্থিক প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার

করোনা মহামারীর মধ্যেই ঝিমিয়ে পড়েছে ভারতের অর্থনীতি। জোগানের দিক কিছুটা সামলে উঠলেও, চাহিদা না বাড়ায় অর্থনীতির গাড়ি বেসামাল। তাই হাল ফেরাতে ফের আর্থিক প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থসচিব অজয় ভূষণ। যদিও কবে সেই প্যাকেজ ঘোষণা করা হবে তা তিনি পুরোপুরি পরিষ্কার করে জানাননি।সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থসচিব বলেন, “আমরা তৃণমূলস্তরে পরিস্থিতি খতিয়ে দেখছি। অর্থনীতি ও জনসংখ্যার কোন বিশেষ দিকে কেমন আর্থিক সমস্যা রয়েছে তা খতিয়ে দেখে সাহায্য দেওয়া হবে। অর্থনীতির হাল ফেরাতে আমরা শিল্পপতি, বাণিজ্যিক সংস্থা ও বিভিন্ন মন্ত্রকের পরামর্শ নিচ্ছি। তারপর অর্থনীতির প্রয়োজন মতো আমরা পদক্ষেপ নেব।” তবে সাক্ষাৎকারে অজয় ভূষণ আর্থিক প্যাকেজ ঘোষণার কোনও নির্দিষ্ট তারিখ বা সময়ের কথা উল্লেখ করেননি। পাশাপাশি, দেশকে আশ্বস্ত করে তিনি জানান, করোনা মহামারীর জেরে প্রথম দিকে ঝিমিয়ে পড়লেও ফের ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। এবং বিকাশ ও বৃদ্ধির দর ধরে রাখা সম্ভব হচ্ছে। সেইসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অর্থসচিব ভূষণ বলেন, “আর্থিক বৃদ্ধি বর্তমান হার আরও পাঁচ মাস ধরে রাখতে পারলে আমরা নেগেটিভ জোন থেকে প্রায় জিরো গ্রোথ জোনে মার্চ ২০২১ সালের মধ্যে পৌঁছে যাব।

Your browser doesn’t support HTML5

আর্থিক প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার