নানান পরস্পরবিরোধী সঙ্কেত দিচ্ছে ভারতীয় অর্থনীতি

নানান পরস্পরবিরোধী সঙ্কেত দিচ্ছে ভারতীয় অর্থনীতি। যেমন, গত ৩ মার্চ দেশের শেয়ার বাজারের সূচক যেখানে ছিল ৩০ হাজার পয়েন্ট, মাত্র নয় মাস পরেই এখন তা ৫ হাজার পয়েন্ট কমে গিয়ে নেমে এসেছে ২৫ হাজার পয়েন্টে। আবার অন্য দিকে, অক্টোবর মাসে দেশের শিল্পোতপাদনে বৃদ্ধি হয়েছিল ৯.৮ শতাংশ, যা কিনা গত পাঁচ বছরের সর্বোচ্চ। কোন সঙ্কেতটি তবে সঠিক? এ দিকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, রঘুরাম রাজন কলকাতায় এক আলোচনাসভায় সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন ফেডারেল সুদের হার ০.২৫% কমে যেতে পারে। তা ঘটলে ভারত থেকে কিছুটা বিদেশী লগ্নি দেশছাড়া হতে পারে। তার ধাক্কা সামলাতে ব্যাঙ্কের সুদের হার কমাতে হবে রিজার্ভ ব্যাঙ্ককে। তাতে আবার অখুশি হবে শিল্প নহল। আর, অক্টোবরের রেকর্ড শিল্পোতপাদন বৃদ্ধির হার নেহাত সাময়িক বলেও মনে করেন অনেক অর্থনীতিবিদ। কেননা, এ বছরের এপ্রিল থেকে থেকে অক্টোবরের মধ্যে গড় বৃদ্ধির হার ছিল ৪.৮%। এই হার ২০১৪-র ওই সাত মাসের দ্বিগুণেরও বেশি, এইটুকুই যা ভরসার কথা।

Your browser doesn’t support HTML5

নানান পরস্পরবিরোধী সঙ্কেত দিচ্ছে ভারতীয় অর্থনীতি