হিন্দুদের বার্ষিক অমরনাথ তীর্থ যাত্রার সময় সংক্ষেপ করে দেয়া হয়েছে

হিন্দুদের বার্ষিক অমরনাথ তীর্থ যাত্রার সময় এবার সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আর যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। কথা ছিল এবার অমরনাথ যাত্রা শুরু হবে ২৩শে জুন থেকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে যাত্রা একমাস পিছিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে যাত্রা শুরু হবে ২১শে জুলাই। প্রতিদিন ৫০০ করে যাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে। তার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনেকদিন আগেই। এবারে ৪২ দিনের যাত্রাকে সংক্ষিপ্ত করে ১৫ দিন করা হচ্ছে। ২১শে জুলাই যাত্রা শুরু হয়ে শেষ হবে আগস্ট মাসের ৩ তারিখ।

জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে, এবারে যাত্রাপথ একটাই হবে‌। এর আগে তীর্থযাত্রীদের দুটি ভাগে দুটি পথ দিয়ে অমরনাথে নিয়ে যাওয়া হতো‌। একটি ছিল অনন্তনাগ জেলার পহেলগাম দিয়ে, অন্যটি ছিল গান্ডেরবাল জেলার বালতাল দিয়ে। এবারে পহেলগাম বাদ যাচ্ছে, যাত্রীরা যাবেন শুধুমাত্র বালতাল দিয়ে।

প্রশাসন সূত্রে বলা হয়েছে, এবারে লোকাভাব রয়েছে, তা ছাড়া করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে, আর জম্মু-কাশ্মীরে করোনা আক্রান্ত এলাকা অনেকটা বেড়ে গিয়েছে‌। সবমিলিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবকিছুই কাটছাঁট করে মোটামুটি নমো নমো করে তীর্থযাত্রা সম্পন্ন করার চেষ্টা হবে।‌ মনে থাকতে পারে, গত বছর অমরনাথ যাত্রা প্রথম দিকে ঠিকঠাকভাবে চললেও শেষদিকে হঠাৎই সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল আর তড়িঘড়ি সব তীর্থযাত্রীকে নিজের নিজের জায়গায় ফিরে যেতে বলা হয়েছিল। তার ঠিক পরপরই জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় সরকার নানা বিধিনিষেধ আরোপ করে ওই রাজ্যের বিশেষ মর্যাদা তুলে নিয়েছিল। এবারেও বিধিনিষেধ অনেকটাই বলবৎ রয়েছে, তার সঙ্গে যোগ হয়েছে করোনা সংক্রমনের ভীতি। সুতরাং প্রশাসনকে অনেক বেশি ব্যবস্থা নিতে হচ্ছে যাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের জন্য চিকিৎসার ব্যবস্থা কি করা যায় তাই নিয়ে।

এবারে আরও একটি নিয়ম হয়েছে, ৫৫ বছরের বেশি বয়সী তীর্থযাত্রীদের এই যাত্রায় অংশ নিতে দেওয়া হবে না। শুধুমাত্র সাধু-সন্ন্যাসীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। প্রশাসন জানিয়েছে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে।‌

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তীর রিপোর্ট