ভারতে ঘুর্নীঝড়ে ১৪ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছ

ভারতে আবহবিদরা বলেছেন ঘুর্নীঝড় ফাইলিনের তীব্রতা কেটে গেছে।

ভারতীয় কেন্দ্রীয় আবহবিজ্ঞান দফতরের মহা পরিচালক এল এস রাথোরে রবিবার বলেছেন উদ্ধার তৎপরতার জন্য ব্যবহৃত সামরিক হেলিকপ্টারগুলো বাতাসের গতি হ্রাস পাওয়ার পর ঘুর্নীঝড় উপদ্রুত এলাকায় যাবে।

ঘুর্নীঝড় ফাইলিন শনিবার রাতে ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে তীরে আঘাত হানে। উড়িষা ও অন্ধ্রপ্রদেশে যে পথ ঝড় এগিয়েছে সেখানে ১ কোটি মানুষ বসবাস করে। রাথোরে বলেছেন অন্ধ্রপ্রদেশে বিপদ পুরোপুরি কেটে গেছে।

এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্য্যর খবর দেওয়া হয়েছ। স্থানীয় রিপোর্টে বলা হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে।

ঘুর্নীঝড়ের আগে প্রায় ১০ লক্ষ মানুষকে সরিয়ে ফেলার কারণে হতাহতের সংখ্যা ন্যুনতম বলে বলা হযেছে।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট