ভারত কভিড-১৯ ‘এর প্রতিদিনকার বিশ্ব রেকর্ড অতিক্রম করে গেছে

ভারতে আজ বৃহষ্পতিবার একদিনেই ৬,০০০ কভিড ১৯ রোগির মৃত্যু হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় বৃহত্তম এবং দরিদ্রতম রাজ্য বিহার বুধবার তাদের রাজ্যে মৃত্যুর সংখ্যা সম্পর্কে বলছে যে, সেখানে ৯,৫০০ জন মারা গেছে। এর আগে তারা মৃত্যুর সংখ্যা ৫,৫০০ জন বলেছিল। বিহারের হাই কোর্ট সরকারকে তার রেকর্ড পর্যালোচনা করতে বলার পর এই নতুন সংখ্যা জানানো হলো।

এপ্রিল ও মে মাসে নতুন করে কভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বহু বিশেষজ্ঞই বলেছেন যে, ভারতের মৃত্যুর প্রকৃত সংখ্যা, সরকারী সংখ্যার চেয়ে অনেক বেশি। রয়টার জানাচ্ছে যে, ১২ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে এক দিনের মৃত্যুর সংখ্যা ছিল ৫,৪৪৪ জন কিন্তু ভারতে গতকাল এই সংখ্যা ছাড়িয়ে দাঁড়িয়েছে ৬,১৪৮ জনে। জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের হিসেবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতে মোট দু কোটি ৯১ লক্ষ সংক্রমিত হয়েছে, যাদের মধ্যে তিন লক্ষ পঞ্চান্ন হাজার সাত শ’ পাঁচ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের পরই ভারতের স্থান । যুক্তরাষ্ট্রে তিন কোটি চৌত্রিশ লক্ষ লোক করোনায় আক্রান্ত হয়েছে যার মধ্যে ৫, ৯৮,৭৬৬ লোক মারা গেছে।