ভারতে গত ২৪ ঘণ্টায়  ৭৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

করোনা সংক্রমণের নিরিখে গতকালই বিশ্ব রেকর্ড গড়েছিল ভারত। একদিনে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৭৯ হাজার মানুষ। এর আগে কোনও দেশে একদিনে এত মানুষ আক্রান্ত হননি। আজও দেশে নতুন সংক্রমণের সংখ্যাটা সেই রেকর্ড ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ছাড়িয়ে গেছে।

আজ সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ হাজার ৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। যা খানিকটা স্বস্তি জোগাচ্ছে। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ ৭৪ হাজার ৮০২ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৮১ হাজার ৯৭৫ জন করোনা রোগী চিকিৎসাধীন।

Your browser doesn’t support HTML5

ভারতে গত ২৪ ঘণ্টায়  ৭৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত