চীনের নতুন প্রধানমন্ত্রী লি কুয়ো চাংয়ের ভারত সফর

চীনের প্রধান মন্ত্রী বলছেন – ভারত ও তাঁর দেশের উচিত দু’দেশের সম্পর্ককে আরো জোরালো বাঁধনে বেঁধে নেওয়া ।
আজ মঙ্গলবার নতুন দিল্লিতে ব্যবসায়ি মহলের নেতৃস্থানিয় ব্যক্তিবর্গের এক সমাবেশকে উদ্দেশ করে লি কুয়ো চাং বলেন – অর্থনৈতিক সম্পর্কের বন্ধন মজবুত হলে তাতে করে প্রবৃদ্ধি বাড়বে দু’ দেশেরই ।
এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও মি:লি দু’দেশের মধ্যেকার সীমান্ত বিরোধ ও উত্তেজনার অন্যান্য ইস্যুর নিস্পত্তি করার প্রত্যয় ব্যক্ত করেন । মি:সিং বলেন – আস্থা বর্ধনে , সহযোগিতা সম্প্রসারনে দু’দেশেরই মিলে মিশে কাজ করতে হবে ।মি:লিও একর ধরনের মনোভাব ব্যক্ত করেন ।