ভারত নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে বদ্ধপরিকর-রাজনাথ সিং 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভারত চীন সীমান্তের লাদাখের পরিস্থিতি নিয়ে লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কী বলেন তা জানার জন্য মুখিয়ে ছিলেন সংসদে উপস্থিত বিরোধী সাংসদরা। গত কয়েক মাস ধরে চলা প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে চলা উত্তেজনা নিয়ে রাজনাথ বলেন-লাদাখের পরিস্থিতি অন্যবারের থেকে একেবারেই আলাদা। তাই এইসময় সেনার পাশে গোটা দেশকে থাকতে হবে।লাদাখে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি আমরা। সেখানে মোতায়েন সেনা জওয়ানদের সাহস ও উৎসাহ অপরিসীম। দেশের ১৩০ কোটি মানুষ তাদের সঙ্গে রয়েছে। তাদের জন্য টেন্ট, গোলাবারুদ, অস্ত্র সবই পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে।চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে। তাদের সেনা পদক্ষেপের প্রতিবাদ করেছি। সাফ জানিয়ে দিয়েছি, ভারত নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।

Your browser doesn’t support HTML5

ভারত নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে বদ্ধপরিকর-রাজনাথ সিং