বেইজিং বলেছে, ভারত ও চীন সীমান্ত এলাকা থেকে তাদের সৈন্য প্রায় সবটাই প্রত্যাহার করে নিয়েছে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ মঙ্গলবার বেজিংয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মমাফিক আলাপকালে বলেন, দুই দেশের সৈন্য প্রায় পুরোটাই নিজের নিজের জায়গায় সরে গিয়েছে এবং উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে খুব শিগগিরই ভারত ও চীনের সামরিক কর্তাদের মধ্যে পঞ্চম দফা আলোচনা হবে। কবে বৈঠক বসছে সেটা এখনও ঠিক হয়নি। এই বছরের প্রায় গোড়া থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত অঞ্চলে উত্তেজনা বহাল রয়েছে যা সবচেয়ে বেশি বেড়ে ওঠে গত জুন মাসে। লাদাখে ভারত ও চীনের সেনাদের হাতাহাতি লড়াইয়ে ভারতের কুড়ি জন সেনা নিহত হন, চীনের দিকেও হতাহতের সংখ্যা যথেষ্ট। সেই থেকে ভারতে চীনের বিরুদ্ধে বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপ করা হয়েছে। চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি বাতিল করা হয়েছে, চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতের জনগণের মধ্যে ব্যাপক চীন বিরোধী মনোভাব গড়ে উঠেছে। তবে চীনের বিদেশমন্ত্রক আজ ওই কথা বললেও স্যাটেলাইট ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে চীনা সৈন্যরা সীমান্ত এলাকায় তাদের ঘাঁটি আরও শক্তিশালী করছে এবং সৈন্য সংখ্যা বাড়াচ্ছে। এরই মধ্যে ফ্রান্স থেকে ভারত প্রথম দফার পাঁচটি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে, সেগুলি আগামী কাল ভারতে এসে পৌঁছবে।
Your browser doesn’t support HTML5