ভারত সরকার ১০১টি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করবে I ডিসেম্বর মাস থেকে পর্যায়ক্রমে এই নিষেধাজ্ঞা আরোপিত হবে এবং চলবে ২০২৫ সালের ডিসেম্বর অব্দি I কর্মকর্তারা জানান, ভারতে অস্ত্র নির্মাণে উৎসাহ দিতে সরকার এই পদক্ষেপ নিতে চলেছে I
প্রতিরক্ষামন্ত্রী, রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে এটি হবে বিশাল এক পদক্ষেপ I অস্ত্র আমদানির ক্ষেত্রে ভারত, বিশ্বে অন্যতম প্রধান দেশ I