পশ্চিমবঙ্গের বামপন্থী ও কংগ্রেস নেতারা নিজেদের মধ্যে জোট বেঁধে লড়তে চান ২০১৬ এর বিধানসভা নির্বাচনে।
কংগ্রেস সভানেত্রী সনিয়া ও সহ-সভাপতি রাহুল গান্ধীকে এক চিঠিতে দলের নেতা ওমপ্রকাশ মিশ্র এই প্রস্তাব দিয়ে তার যুক্তিতে বলেছেন, এই জোট হলে বিধানসভার ২৯৪-টির মধ্যে ১৬১টি আসনে জিতে এই জোটই রাজ্যে সরকার গড়বে।
তাঁর হিসfব হল, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৯% ভোট, বামেরা ৩০% ভোট, বিজেপি ১৯% ও কংগ্রেস ১০% ভোট। কিন্তু এখন কংগ্রেস-বাম জোট হলে তা অনেকটাই ছাড়িয়ে যাবে তৃণমূলের প্রাপ্ত ভোট সংখ্যা। তিনি আরও মনে করেন, বিজেপি'র ভোট কমে সেই ভোটের বেশিটাই ঢুকবে বামেদের ঝুলিতে। তা হলে আর নির্বাচনে জয়ের সংশয়ের কিছুই থাকে না।
রাজ্য কংগ্রেস নেতাদের আশঙ্কা, ২০১১-র বিধানসভা নির্বাচনের মত এবারও কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের সঙ্গেই জোটের কথা ভাবছেন। সেই জোট অবশ্য বেশি দিন টেঁকেনি। বাম নেতারা কংগ্রেসের মতই তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ করছেন। নিচু তলার কর্মীরা বামেদের সঙ্গেই জোট চাইছেন বলে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন রাজ্য নেতারা। কলকাতা থেকে গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5