পশ্চিমবঙ্গের আইএস প্রধান আশিক জেল থেকে বের করার চেষ্টা করে এক কুখ্যাত জঙ্গিকে

ভারতের ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী এনআইএ'র হাতে ধৃত পশ্চিমবঙ্গের ইসলামিক স্টেটের প্রধান আমির ইঞ্জিনিয়ারিং ছাত্র আশিক আহমেদ সংগঠনের অন্যদের সঙ্গে মিলে ইন্ডিয়ান মুজাহিদিনের কুখ্যাত জঙ্গি ইয়াসন ভাটকলকে জেল থেকে বের করে আনার পরিকল্পনা করেছিল ।

ভারতের একাধিক নাশকতার ঘটনায় সে অভিযুক্ত । আশিকের সঙ্গে এন আই এ'র হাতে ধৃত নাসিফের সোস্যাল নেটওয়াকিং সাইটে কথোপকথনের সূত্র আর যে কায়দায় ইয়াসিনকে ছাড়ানোর ছক কষেছিল আশিক সেই সম্পর্কে এন আই এ'র কর্তাদের বক্তব্য- বয়সে মাত্র ১৯ বছর হলে জেহাদি কার্যকলাপে পেশাদারিত্বের তথ্য হাতে এসেছে এন আই এ'র। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

ইসলামিক স্টেটের প্রধান আমির আশিক জেল থেকে বের করার চেষ্টা করে ভাটকলকে