ভারতের হায়দরাবাদে তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল উত্তরপ্রদেশের উন্নাওয়ে।
কযেক মাস আগে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণ করেছিল দুই ব্যক্তি। ধর্ষিতা তাদের নামে অভিযোগ করায় তারা ধরা পড়লেও জামিনে ছাড়া পায়। আজ সকালে ঐ নাবালিকা আদালতে শুনানির জন্য যাওয়ার পথে ঐ দুই অভিযুক্ত আরো তিন জনকে নিয়ে নাবালিকাকে ধরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মেয়েটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। ঐ অবস্থাতেও সে পুলিশের কাছে আবার দুই দুষ্কৃতীর নাম বলে। পুলিশ তৎপরতার সঙ্গে তাদের গ্রেফতার করেছে, তাদের সঙ্গী তিন জনের খোঁজ চলছে।
মেয়েটিকে দ্রুত লখনৌতে হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে এখন মৃত্যুর সঙ্গে তার লড়াই চলছে।
এর আগে উন্নাওয়ের বিজেপি বিধায়ক কূলদীপ সঙ্গর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেল খাটছে। তবে সেই মেয়েটিরও বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে মারধর করে এবং পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। ধর্ষিতা ও তার আইনজীবী রহস্যজনক গাড়ির ধাক্কায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Your browser doesn’t support HTML5