ভারতের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে: প্রতিরক্ষা মন্ত্রী

সংবাদ সংস্থা পিটি আই সূত্রের খবর কোনো গোষ্ঠী কিংবা কেউ যদি ব্যক্তিগত ভাবে দেশকে আক্রমণ করে তবে তাকেও সমান কষ্ট পেতে হবে বলে সরাসরি জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কার।

তার বক্তব্য ভারতের যেকোনো পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে। সম্প্রতি পাঠানকোট বায়ূসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে এ ভাষাতেই পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি এমনই হুশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

নতুন দিল্লীতে অনুষ্ঠিত সেনাবাহিনীর প্রধান দলবীর সিং প্রধানের উপস্থিতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর বলেন, ইতিহাস আমাদের শিখিয়েছে যারা শুধু অন্যের ক্ষতি করতে চায় তাদের সমূচিত জবাব পাওয়া উচিৎ। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

ভারতের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে: প্রতিরক্ষা মন্ত্রী