চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার যোগাযোগ বিচ্ছিন্ন

কাল গভীর রাতে চাঁদে অবতরণের ঠিক আগে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তীরে এসে তরী ডোবার মতো একেবারে শেষ মুহূর্তের এই বিপর্যয়ে সকলে যখন হতাশ, তখন আশার বাণী শোনালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার সকালে ইসরোর সদর দফতরে দাঁড়িয়ে বিজ্ঞানীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এই চন্দ্রাভিযানকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা যে এতটা এগোতে পেরেছি, তার জন্য আপামর ভারতবাসী গর্বিত। হতাশ হবেন না। এই সাময়িক ব্যর্থতা আমাদের জেদ আরো বাড়িয়ে দিয়েছে। আরো বড় মাপের সাফল্য অর্জন করবো আমরা’।

তিনি বিদায় নেওয়ার সময় ইসরোর প্রধান কে শিবন কেঁদে ফেলেন। প্রধানমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। দলমত নির্বিশেষে দেশের সব রাজনৈতিক নেতারা ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। বলিউডের তারকারাও বলেছেন, আমরা আপনাদের জন্য গর্বিত।

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, বিশিষ্ট বিজ্ঞানী আবদুল কালাম বলেছিলেন, বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেই। সবটাই এক্সপেরিমেন্ট। এখনো ল্যান্ডার বিক্রমের বা রোভার প্রজ্ঞানের খোঁজ পাওয়া যায়নি, তবে চন্দ্রযানের অরবিটার চন্দ্র প্রদক্ষিণ করে ছবি পাঠিয়ে যাচ্ছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী’র রিপোর্ট।