ভারতের সুপ্রিম কোর্ট আজ পশ্চিমবঙ্গের সারদা চিট ফান্ড কেলেঙ্কারির মামলায় উচ্চ পদস্থ পুলিশ অফিসার রাজীব কুমারকে নোটিস পাঠিয়েছে।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই রাজীব কুমারকে গ্রেফতারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ আদালতে আবেদন জানায়। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ তখন রাজীব কুমারকে নোটিস পাঠানোর সঙ্গে সঙ্গে সিবিআইয়ের কাছে জানতে চায়, সারদা চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তের জন্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতারের প্রয়োজন কী। জবাবে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, সারদা মামলার প্রথম তদন্তকারী অফিসার হিসেবে তিনি বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লুকিয়ে রাখেন এবং নষ্ট করে দেন বলে আমরা জানতে পেরেছি। তা ছাড়াও তদন্তে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতায় বরাবরই তাঁর অনীহা দেখা গিয়েছে, ডাকলেও তিনি আসেননি, বরং গা ঢাকা দিয়েছেন। এই অবস্থায় তাঁকে গ্রেফতার করে নিজের হেফাজতে রেখে তদন্ত চালানো ছাড়া সিবিআইয়ের আর কোনও উপায় নেই।
Your browser doesn’t support HTML5