যুক্তরাষ্ট্র আজ বলেছে যে তাদের মূল্যায়নে দেখা গেছে যে, এ সপ্তায় আরো আগের দিকে আফগানিস্তানের একটি মাতৃসদনে এবং জানাজার অনুষ্ঠানে প্রাণঘাতী আক্রমণের পেছনে ছিল ইসলামিক স্টেট। আফগানিস্তানে আমেরিকার শান্তি দূত জালমে খলিলজাদ এক টুইট বার্তায় লিখেছেন আইসিস অসামরিক লোকজনের উপর এ রকম ঘৃণ্য হামলার একটা প্যাটার্ন তৈরি করেছে এবং তারা আফগান জনগণ ও গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে আছে।
এই আক্রমণ করা হয় মঙ্গলবার যখন বন্দুকধারীরা আত্মঘাতী পোশাক পরে কাবুলে একটি মাতৃসদনে প্রবেশ করে' ২৪ জনকে হত্যা করে। তার ঘন্টা খানেক পরই আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাংগারহাড় প্রদেশে একটি জানাজা অনুষ্ঠানে আত্মঘাতী বোমা আক্রমণ চালিয়ে তারা ৩২ জনকে হত্যা করে এবং এতে আরো প্রায় ১০০ জন আহত হন। জানাজার নামাজে ঐ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট তবে কাবুলের ঐ মাতৃসদনে ঘৃণ্য অভিযানের দায় কোন সশস্ত্র গোষ্ঠিই স্বীকার করেনি। ঐ মাতৃসদনটি পরিচালনা করে ফ্রান্স ভিত্তিক সংগঠন ডক্টরস উইথাউট বডার্স এবং এটি কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত যেখানে মূলত সংখ্যালঘু হাজারা শিয়াদের বাস। এর আগে অবশ্য হাজারার বিভিন্ন সমাবেশ ও ঐ শহর এবং আফগানিস্তানের অন্যত্র ইবাদতের স্থানে হামলা চালানোর দায় আই এস স্বীকার করেছে। তালিবান অবশ্য এই দুটি আক্রমণেই তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
প্রকাশিত একটি নতুন বিবৃতিতে তারা এই জঘন্য এবং অমানবিক হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করে। তারা বলে যে, এই জঘন্য আক্রমণ যারা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি প্রদানের জন্য আমরা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। তবে আফগান প্রেসিডেন্ট এবং তাঁর সহযোগীরা এই রক্তাক্ত আক্রমণে তালিবানের ভূমিকার জন্য তাদের অভিযুক্ত করেন এবং অভিযোগ করেন যে সহিংসতার জন্য দায়ী সন্ত্রাসীদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।