যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি সত্বেও, কাবুলে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব বিরাজমান

যুক্তরাষ্ট্রের একটি প্রধান সরকারি নজরদারি সংস্থা বলছে যে পশ্চিমী সামরিক কর্মকর্তারা আফগানিস্তানে জঙ্গি হামলা সম্পর্কে কিছু উপাত্ত প্রকাশ না করায় , সে দেশের নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করা খুব কঠিন হয়ে পড়ছে। আফগানিস্তানের পুণঃনির্মাণ যা SIGAR নামেও পরিচিত তার বিশেষ মহাপরিদর্শকের কাছ থেকে এই সতর্কবার্তা এমন এক সময়ে আসলো যখন কয়েক দশক ধরে চলে আসা এই লড়াই অবসানের আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি সত্বেও , কাবুলে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং তালিবানের সহিংসতার ক্রমবিস্তার শান্তির সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। SIGAR এর মতে তালিবানের আক্রমণ অভিযানের সম্পুর্ণ ব্যাপারটা রহস্যের মতো হয়ে রয়েছে কারণ এই সহিংসতার নজরদারি করছে যে জোট বাহিনী তারা গোপন খবরগুলো নিজেদের মধ্যেই রাখছে।

আজ প্রকাশিত এক ত্রৈমাসিক প্রতিবেদনে মহাপরিচালক জন সমকো লিখেছেন নেটোর Resolute Support (RS), এই তিন মাসে শত্রুদের শুরু করা আক্রমণ সম্পর্কে কোন রকম উপাত্ত প্রকাশ নিষিদ্ধ করেছে। তিনি বলেন এই উপাত্তটি ছিল অবশিষ্ট কে পরিমাপ যা আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে SIGAR তার প্রতিবেদনে প্রকাশ করতে পারতো। তিনি বলেন ২০১৮ সালের পর এই প্রথম নেটো নেতৃত্বাধীন মিশন এই হিসেব দিতে অস্বীকৃতি জানালো। নেটো কর্মকর্তারা তাঁদের এই সিদ্ধান্তের পক্ষে বলেন যে শত্রুদের উদ্যোগে হামলার উপাত্ত এখন যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে চলমান রাজনৈতিক সমঝোতায় বিভিন্ন বিভাগের মধ্যে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। তবে তারা এটাও জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐ চুক্তি সই করার পর তালিবান সাধারণ ভাবে জোট বাহিনীর উপর আক্রমণ চালানো থেকে বিরত থাকছে। অবশ্য তারা সাধারণ সময়ের চাইতে মার্চ মাসে আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছে।