কর্ণফুলী নদীর দুই পাড়ে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান

ctg eviction

অভিযানের দ্বিতীয় দিনে চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় ৫০টির বেশী স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে কর্ণফুলী নদীর দুপাড় থেকে অবৈধভাবে গড়ে উঠা শিপ ইয়ার্ডসহ সার, চাল, লবন, চিনির গুদাম গুড়িয়ে দেয়া হয়। প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

অভিযানে উদ্ধার হওয়া জমিতে বনায়ন, ওয়ার্ক ওয়ে নির্মাণ এবং দৃষ্টিনন্দন হিসাবে সাজানোর দাবি তুলেছেন নাগরিক আন্দোলনের নেতা শাহরিয়ার খালেদ

পাশাপাশি নদী নদী দূষণ বন্ধ এবং জীব বৈচিত্র রক্ষার দাবিও জানান চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধিরা।

চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌসের প্রতিবেদন ।

Your browser doesn’t support HTML5

কর্ণফুলী নদীর দুই পাড়ে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান