আজ ফজরের নামাজের পর শুরু হয় আম বয়ান। তারপর বেলা পৌঁনে ১২টার দিকে শুরু হয় এবারের দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত। মোনাজাতে শরীক হন লাখো মুসুল্লি। মোনাজাত পরিচালনা করেন দিল্লীর মাওলানা শামীম।
মুসুল্লিরা আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে তাদের নানা আকুতি জানাতে দেশের নানা প্রান্ত থেকে ইজতেমায় শরীক হন লক্ষ লক্ষ মানুষ। মহিলারা সরকারের কাছে দাবি করেন পুরুষদের পাশাপাশি যেন তাদেরও বসার ভাল বন্দবস্ত থাকে।
Your browser doesn’t support HTML5
আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা ২০১৯
তাবলীগের দু’গ্রুপের মধ্যে একটু ঝামেলা হওয়ায় এবারে ইজতেমা অনুষ্ঠিত হওয়া অনিশ্চিত হয়ে পরেছিল। তাই বিদেশী মেহমানরা ইজতেমায় তেমন শরীক হতে পারেননি।
আগামী বছর ১০ থেকে ১২ই জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব ও ১৭ থেকে ১৯ জানুয়ারি ২য় পর্ব অনুষ্ঠিত হবে।
নাসরিন হুদা বিথী, ঢাকা