ইউরোপীয় রাষ্ট্রদূতের বহিস্কারাদেশ বাতিল করার সিদ্ধান্তে ভেনেজুয়েলার প্রতিক্রিয়া

ভেনেজুয়েলা ইউরোপীয় রাষ্ট্রদূতের বহিস্কার আদেশ বাতিল করার পর আশা করছে যে ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার ঘটনাকে আরও বস্তুনিরপেক্ষ ভাবে দেখবে। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী জর্জ আরিয়েজা স্থানীয় সংবাদ মাধ্যমকে গতকাল বলেন যে ইউরোপীয় ইউনিয়নরে সঙ্গে যাতে সংলাপে কোন বিঘ্ন না ঘটে সে জন্য কারাকাস সরকার এই শুভেচ্ছামুলক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন সরকার সুতরাং আশা করে যে ইউরোপ থেকেও এ রকম পদক্ষেপ নেয়া হবে যাতে আমাদের দেশের ঘটনা সম্পর্কে তারা আরও বস্তুনিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন যে, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি জসেপ বরেল এবং আরেজার মধ্যে নতুন করে সংলাপ শুরু করার এক যৌথ কমিনিকের পর ঐ বহিস্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভেনেজুয়েলার ১১ জন নাগরিকের উপর ইউরোপীয় নিষেধাজ্ঞা এবং তাদের সম্পত্তি আটক ও ভ্রমন নিষেধাজ্ঞা প্রয়োগের পর মাদুরো গত সোমবার সেখানে অবস্থিত ই.ইউ ‘র রাষ্ট্রদূত ব্রিলহান্তে পেদ্রোসাকে ৭২ ঘন্টার মধ্যে ভেনেজুয়েলা ত্যাগ করতে বলেছিলেন। বিরোধীদল নিয়ন্ত্রিত ভেনেজুয়েলার সংসদ ও ই, ইউর রাষ্ট্রদূতকে বের করে দেয়ার এই চেষ্টার সমালোচনা করেছে।